Death Rate | Covid Vaccine | ইটস অফিসিয়াল! কোভিড ভ্যাকসিন নেওয়ার জেরে দেশে অকালমৃত্যুর হার লাফ দিয়ে বেড়েছে…

সারা পৃথিবী জুড়ে কোভিড (COVID)বা করোনা মহামারী আকার নিয়েছিল ২০২০-২১ সালে। ভারত-সহ সারা পৃথিবীতেই এই অসুখের মোকাবিলা করার জন্য ভ্যাকসিন (Vaccine)বেরিয়েছিল। 

তড়িঘড়ি সেই ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছিল মানুষের মধ্যে। ভারতে কোভিড ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়া হয়েছে। তবে সকলেই তিনটে নয়, কেউ কেউ দুটো ডোজও নিয়েছেন। কেউ বা কোনও ডোজই নেয়নি।

কিন্তু ডাক্তারদের একাংশ এখন জানাচ্ছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে, ‘কোন উপসর্গ ছাড়াই মৃত্যু’র হার বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা, কোভিড-টিকাপ্রাপ্ত মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে জানানোর পর AIMS থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

গোরখপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) থেকে ডাঃ আবিন কুলাথুনকাল রাজন এবং ডাঃ আবু বাশারের নেতৃত্বে একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

গবেষণাটি থেরাপিউটিক অ্যাডভান্সেস ইন ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনোথেরাপি (TAVE)জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় ভারতে কোভিড টিকা নেওয়ার পরবর্তী সমস্যাগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে।
সরকারী তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জনসাধারণের মধ্যে মৃত্যুর হার,  বিশ্লেষণ করেছেন।

ভারত সেই কয়েকটি দেশের মধ্যে একটি, যারা গণ-টিকাদান অভিযানের সময় mRNA (messenger ribonucleic acid) ইনজেকশন চালু করেনি।

ভারত সরকার ফাইজার এবং মডার্নাকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী ওষুধ মার্কেটে আনতে দেয়নি, যার অর্থ  mRNA ইনজেকশনগুলি কখনই জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দেয়নি সরকার।

এই ঘটনা কোভিড-পরবর্তী-সমস্যা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.