Deadly Road Accident: বীভৎস! পরীক্ষা দেওয়া আর হল না, কলেজে পৌঁছনোর আগেই হাইওয়েতে পিষে গেলেন ৫ পড়ুয়া! মোট মৃত্যু…

এই পথদুর্ঘটনায় মারা গিয়েছেন মোট ৭ জন।    

  

2/6

৫ পড়ুয়া

এই সাত জনের মধ্যে ছিলেন ৫ জন পড়ুয়া।  

  

3/6

ডিভাইডারে ধাক্কা

কী ভাবে দুর্ঘটনা? গাড়িটি যথেষ্ট গতিশীল ছিল। সেই অবস্থায় রোড ডিভাইডারের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে!  

  

4/6

পাশের লেনে

এত তীব্র সেই ধাক্কা যে, গাড়িটি উল্টে যায় এবং প্রায় উড়ে গিয়ে পাশের লেনে গিয়ে পড়ে! পাঁচজনের অন স্পট মৃত্যু ঘটে! 

  

5/6

অন্য লেনের অন্য গাড়ি

ওদিকে পাশের লেনেও তো গাড়িগুলি ছুটছিল। সেখানে অন্য একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ধাক্কা লাগে। ওই গাড়ির দুজনের সঙ্গে-সঙ্গে মৃ্ত্যু ঘটে। মোট মৃত্যু ৭!

  

6/6

গুজরাটের জুনাগড়ে

দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের জুনাগড়ে সোমবার সকাল ৮টা নাগাদ জুনাগড়-সোমনাথ হাইওয়ের উপর। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত উদ্ধারকাজে সামিল হন। সঙ্গে সঙ্গে দৌড়ে আসে পুলিস।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.