আলোচনায় বসার জন্য এবার তিনটি শর্ত যৌথ মঞ্চের। হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে, ডিএ ইস্যুতে ১৭ এপ্রিলের মধ্যে যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হবে। আলোচনায় রাজি থাকলেও তিনটি শর্ত আরোপ করেছে যৌথ মঞ্চ।
তাঁদের প্রথম শর্ত ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে। তাঁদের দ্বিতীয় শর্ত দশ মার্চ প্রশাসনিক ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের কাছে পাঠানো শো কজ নোটিশ প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি তাঁদের তৃতীয় শর্ত আন্দোলনকারী সরকারি কর্মীদের শাস্তিমূলক বদলির নির্দেশ বাতিল করতে হবে।
১০ এবং ১১ এপ্রিল দিল্লীর যন্তর মন্তরে ধরনা কর্মসূচি বহাল থাকছে বলেও জানা গিয়েছে। এমনকি এই দুই দিনের মধ্যে কোনও একদিন যদি রাজ্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানায়, এবং শর্ত মেনে নেয়, তাহলেও দিল্লীর ধরনা হবে বলে জানানো হয়েছে তাঁদের তরফে।
বকেয়া ডিএ মেলেনি এখনও। উল্টে আন্দোলনকারীদের ‘চোর,ডাকাত’ বলেছেন মুখ্যমন্ত্রী! কেন? চিঠি পাঠানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতির দফতরে।
অনশন কর্মসূচি আপাতত স্থগিত। বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের ধরনা যদিও এখনও চলছে ধর্মতলায়। শুধু তাই নয়, হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।