বুধবার ভোরে শক্তি হারাল প্রবল ঘূর্ণিঝড় মোন্থা! অন্ধ্রপ্রদেশে মৃত এক, ভারী বর্ষণ ওড়িশায়, বৃষ্টি পশ্চিমবঙ্গেও

বৃষ্টি কলকাতায়

ঝড় না হলেও মোন্থার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতায়। এ দিন, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

timer শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৬:০৮ key status

কমছে মোন্থার তীব্রতা

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ অন্ধপ্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে মোন্থা। তবে যত সময় এগোচ্ছে, ততই মোন্থার তীব্রতা কমছে। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে।

timer শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০০:৩২ key status

ওড়িশায় স্কুল বন্ধ

প্রবল ঝড়বৃষ্টির কারণে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। 

timer শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০০:০৭ key status

বঙ্গে প্রভাব

অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। পশ্চিমবঙ্গে ঝড় হবে না। তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রপাত এবং ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২২:৫৪ key status

বিপর্যস্ত ওড়িশা

ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সেখানে ১৫টি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। সেখানে মঙ্গলবার স্কুল, কলেজ বন্ধ রয়েছে। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২২:৫০ key status

মৃত মহিলা

ঝড়ের দাপটে কোনাসিমা জেলার মাকানাগুদেম গ্রামে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পিটিআইকে এ কথা জানিয়েছে পুলিশ। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২২:৪৬ key status

সরানো হয়েছে ৭৬ হাজার জনকে

অন্ধ্রে উপকূলবর্তী এলাকা থেকে শিবিরে সরানো হয়েছে ৭৬ হাজার জনকে। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:৪২ key status

ট্রেন বাতিল

দক্ষিণ-মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগের কারণে এখন পর্যন্ত ১২২টি ট্রেন বাতিল করা হয়েছে। বেশির ভাগই বিজয়ওড়া এবং বিশাখাপত্তনম থেকে ছাড়ার কথা ছিল। আরও বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:৩৮ key status

বিমান বাতিল

অন্ধ্রের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি এবং তেলঙ্গানার শামশাবাদ বিমানবন্দর থেকে প্রায় ৩৫টি বিমানের উড়ান বাতিল হয়েছে ঝড়বৃষ্টির কারণে। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:৩৩ key status

ফসল নষ্ট

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে অন্ধ্রে। তার জেরে সে রাজ্যে প্রায় এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এমনটাই জানিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:৩১ key status

ওড়িশায় বৃষ্টি

মঙ্গলবার সকাল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ওড়িশার দক্ষিণ ভাগের আট জেলায়। ওড়িশার গঞ্জাম, গজপটি, কোরাপুট, রায়গড় এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও দুর্যোগের লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এ ছাড়া পুরী-সহ ওড়িশার ১১ জেলায় জারি রয়েছে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা।

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:২৯ key status

অন্ধ্রে সতর্কতা

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। সেখানে ১৯টি জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া তিন জেলায় দুর্যোগের কমলা সতর্কতা এবং চার জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে।

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:২৪ key status

ঝড়ের গতি

ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, ল্যান্ডফল প্রক্রিয়ার সময়ে অন্ধ্রের মছলিপত্তনমে ঝড়ের গতি ঘণ্টায় ৭৭ কিলোমিটার। বিশাখাপত্তনমে ঝড়ের গতিবেগ ৪৩ কিলোমিটার। বাপাতলায় ঝড়ের গতি ৫৬ কিলোমিটার। 

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:২০ key status

প্রক্রিয়া চলবে তিন থেকে চার ঘণ্টা

আগামী তিন থেকে চার ঘণ্টা চলবে এই প্রক্রিয়া।

timer শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:৪৯ key status

ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু

অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে তার আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে।  ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতি থাকবে প্রায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। মোন্থা নামটি দিয়েছে তাইল্যান্ড। অর্থ সুগন্ধি ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.