Cyclone Asani: ঘণ্টায় ৯০ কিমি বেগে বইতে পারে ঝড়, হবে বৃষ্টি, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

ক্রমশ এগিয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। আগামী সোমবার সেটি ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। যাা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সবথেকে বেশি প্রভাব ফেলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

শুক্রবার ভারতীয় মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ সেই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর ও পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের উপর অবস্থান করছিল। যা শনিবার সকালে ক্রমশ পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থান করতে পারে। রবিবার (২০ মার্চ) সকালের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর গভীর নিম্নচাপে পরিণত হবে। পরদিন (সোমবার, ২১ মার্চ) তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারে কাছে পৌঁছাতে পারে।

বৃষ্টিপাত

  • ১৯ মার্চ (শনিবার): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
  • ২০ মার্চ (রবিবার): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
  • ২১ মার্চ (সোমবার): আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝড়ের গতিবেগসোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কখনও কখনও ঘণ্টায় হাওয়ার বেগ ৯০ কিলোমিটার পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.