বিশ্বে টি-টোয়েন্টি লিগে সকলকে টেক্কা দিচ্ছে আইপিএল। এই প্রতিযোগিতায় খেলার জন্য দেশের হয়েও খেলতে চান না বিদেশিরা। আইপিএলের সঙ্গে টক্কর দিতে আসছে আরও একটি টি-টোয়েন্টি লিগ। সৌদি আরবে একটি লিগ শুরু হতে চলেছে। তার জন্য ৪৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।
সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই লিগের প্রধান বিনিয়োগকারী। এই লিগ নিল ম্যাক্সওয়েলের মস্তিষ্কপ্রসূত। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থার প্রাক্তন সদস্য। সেই সংস্থাই এই লিগের কথা প্রথম প্রস্তাব করেছিল। এই লিগ তৈরির প্রধান দু’টি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলিকে আর্থিক সাহায্য করতে ব্যবহার করা হবে।
এই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, বছরের চারটি সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনই বছরে চার বার এই প্রতিযোগিতা হবে। সেখানে বিভিন্ন দেশের দল খেলবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও প্রতিযোগিতা চলবে। সৌদি আরবে হতে পারে ফাইনাল। তবে কোন দেশের কতগুলি দল থাকবে তা-ও এখনও জানা যায়নি।
তবে এখনও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে অনুমতি পাওয়া বাকি রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। আইপিএলের সঙ্গে টক্কর নিতে এই লিগ করা হচ্ছে। আইপিএলের ব্র্যান্ড মূল্য ২৮ হাজার কোট টাকা। সেই তুলনায় এই লিগে বিনিয়োগ অনেক কম। পাশাপাশি এই লিগকে সফল হতে গেলে ভারতীয় ক্রিকেটারদের প্রয়োজন পড়বে। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুমতি না-ও দিতে পারে। আইপিএলের পাশাপাশি আরও একটি লিগের অনুমতি আইসিসি দেবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। ফলে সব প্রস্তুতি থাকলেও এই লিগের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়।