Covid-19 cases: আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, জেনে নিন এখনও পর্যন্ত আপনি কতটা নিরাপদ

বিশ্ব জুড়েই ক্রমশ হ্রাস পাচ্ছিল করোনা সংক্রমণের হার। কিন্তু হঠাৎ আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র রিপোর্ট বলছে, গত এক সপ্তাহে ৮ শতাংশ বেড়েছে কোভিড সংক্রমিতের সংখ্যা। এছাড়া আর কী কী ঘটেছে করোনা নিয়ে? জেনে নিন এক ঝলকে। 1

চিনে মারাত্মকভাবে বেড়েছে করোনা সংক্রমণ। এর জন্য ওমিক্রনের নতুন রূপটি বা Stealth Omicron দায়ী বলে মনে করছেন অনেকেই। একটি চিঠির মাধ্যমে চিনে করোনার নতুন রূপটি পৌঁছেছিল বলে জানা গিয়েছে। 2

করোনা সংক্রমণের গোড়ার দিকে চিনে এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সেটিই আবার ফিরে এসেছে। একদিনে চিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। তার পরের দিনই সংক্যা পৌঁছেছে ৫২০০-র উপরে।3

দক্ষিণ কোরিয়াতেও এর মাঝে নতুন করে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

এরই মধ্যে বাজারে আসেছে Pfizer-এর নতুন কোভিড-প্রতিষেধক। এটি ওষুধ হিসাবে খাওয়া যাবে। গরিব দেশগুলিতে এই ওষুধ সরবরাহ করা যাবে বলে জানা গিয়েছে। 5

যদিও নতুন করে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ছে, কিন্তু তার মধ্যেই জার্মানি প্রায় সব ধরনের কোভিডবিধি তুলে দিচ্ছে। 6

কারও কারও মতে, ইউরোপে করোনার নতুন ঢেউ শুরু হয়ে গিয়েছে। যদিও এখনই কোনও দেশ নতুন করে কোভিডবিধি আরোপ করছে না।

রাশিয়া এবং ইউক্রেনের বিবাদের কারণেও নতুন করে বাড়ছে কোভিডের সংক্রমণ। কারণ বহু মানুষ ঘরছাড়া।8

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও কোভিডের উপর যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।9

বিশেষজ্ঞরা বলছেন, সারা পৃথিবীর মানুষকে যত দ্রুত সম্ভব টিকা দিতে হবে। তাতেই একমাত্র আটকানো যেতে পারে করোনা সংক্রমণ বৃদ্ধির হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.