পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদ করায় এক বাসিন্দাকে মারধর করার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কুমারগঞ্জ ব্লকের বটুন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজের প্রতিবাদ করাতেই ওই যুবকের উপর চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য।
জানা যায়, পথশ্রী প্রকল্পের মাধ্যমে কুমারগঞ্জের বটুন ২ নম্বর সংসদে প্রায় সাড়ে আটশো মিটার রাস্তার কাজ শুরু করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই রাস্তার কাজের বরাত পায় পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগম নামে একটি ঠিকাদার সংস্থা। অভিযোগ, সিডিউল না মেনেই চলছিল সেই রাস্তার কাজ। শুক্রবার যা নিয়েই প্রতিবাদে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে এদিন সকাল থেকে ফের নিয়ম বহির্ভূত ভাবে দেদার কাজ চালাতে থাকে ওই ঠিকাদার সংস্থা বলে অভিযোগ। ঘটনা নিয়ে ফের সরব হতে গেলে ঠিকাদারের পাশে দাঁড়িয়ে বাসিন্দাদের বিরুদ্ধেই রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি পাহান বলে অভিযোগ। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রতিবাদকারী যুবক প্রীতম ঘোষকে। ঘটনায় অল্পবিস্তর আহতও হয়েছেন তিনি। আর যাকে ঘিরেই তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়।
যদিও বাসিন্দাদের সেসব দাবিকে উড়িয়ে পালটা তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিকাদারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কিছু লোক। কাজ ঠিক ভাবেই হচ্ছে এলাকায়।
প্রীতম ঘোষ নামে আহত ওই প্রতিবাদী যুবক বলেন, সিডিউল না মেনেই তৈরি হচ্ছে রাস্তার কাজ। শুধু তাই নয়, ইংরেজিতে সিডিউল তৈরি করায় গ্রামবাসীরা রাস্তার কাজ সম্পর্কে প্রায় অন্ধকারেই। ফলে সেই সুযোগ নিয়ে কাজে নিযুক্ত ঠিকাদার নিম্নমানের কাজ চালাচ্ছেন। আর যার প্রতিবাদ করাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্য তাকে ধাক্কা দিয়ে রক্তাক্ত করেছে।
অসিতা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে গ্রামের দুই মহিলা বলেন, রাস্তা নিয়ে তারা রাজনীতি চান না। দীর্ঘদিন পর এলাকায় রাস্তা তৈরি হচ্ছে, তাই সেটা সঠিক ভবে তৈরি হোক সেটাই চাইছেন তারা। কিন্তু কাজে নিযুক্ত ঠিকাদার সিডিউল না মেনে নিজের খেয়াল খুশিমতো রাস্তা তৈরি করছে।
বটুন ২ নম্বর সংসদের তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি পাহান বলেন, ঢালাই রাস্তার কাজ সঠিকভাবেই হচ্ছে। কিন্তু কিছু বাসিন্দা অহেতুক ঠিকাদারের উপর চাপ বাড়াতে চাইছে।