কেন্দ্রীয় সরকার আজ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এই তথ্য জানিয়েছেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে এলপিজির দাম প্রতি সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বাড়বে। এর আগে সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর আবগারি শুল্ক বারানোর সিদ্ধান্ত নিয়েছে। উজ্জ্বলা গ্যাস প্রকল্পের সুবিধাভোগীদের আগে ৫০০ টাকায় যে সিলিন্ডার দেওয়া হচ্ছিল, এখন সিলিন্ডার পিছু তাদের ৫৫০ টাকা দিতে হবে। একই সঙ্গে যারা সুবিধাভোগী নয়, তাদের জন্য প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ৮৫৩ টাকা হবে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে এবং এখানে দাম কমছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এলপিজির দাম ৫০ টাকা বাড়ানো হবে। তিনি বলেন, আগামী দিনে আমরা একটি পর্যালোচনা করব।
গত কয়েক মাসে ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলে বাড়লেও ১৪.২ কেজি সিলিন্ডারের দাম শেষবার গত বছর ২০২৪ সালের আগস্টে বেড়েছিল, তারপর থেকে এলপিজি রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন হয়নি।
এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী সাংবাদিক বৈঠকের জানান, দুই থেকে তিন সপ্তাহ অন্তর রান্না গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।
এর আগে সোমবার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক নিয়ে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক ২ টাকা বাড়ানো হয়েছে। তবে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, আমি বলতে চাই যে এর ফলে গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে পৌঁছেছে, তাই এই আফগারি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত।