পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে কলকাতায় ফিরলেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। শুক্রবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তাঁকে অর্ভ্যথনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা।
গত সোমবার, ১৯ মে সকাল সাড়ে ৮টা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছিলেন লক্ষ্মীকান্ত। পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল তিনি। বর্তমানে কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী হিসাবে নিযুক্ত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা দেন তিনি। নানা বাধা কাটিয়ে এক মাসের বেশি সময় পর পৌঁছে যান এভারেস্টের শীর্ষে। তবে তিনি একা নন, তাঁর সঙ্গেই এভারেস্ট শিখরে পা রেখেছিলেন আরও এক ভারতীয় গীতা সামোতা। সঙ্গী হিসাবে ছিলেন তেনজিং শেরপা (গেলবা) এবং লাকপা শেরপাও।
লক্ষ্মীকান্তের ফিরে আসার খবর নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশ। তাদের মতে, লক্ষ্মীকান্তের কৃতিত্ব, সাহস পশ্চিমবঙ্গ পুলিশেরই ‘মনোবলের প্রতীক’! কর্তব্য থেকে শৃঙ্গ জয়— লক্ষ্মীকান্তের এই যাত্রাপথ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করে কলকাতা পুলিশ। তাঁর এই সাফল্যে গর্বিত কলকাতার পুলিশ কমিশনার মনোজ।