বেঙ্গালুরুর সঙ্গে ঘরের মাঠে ড্র করে ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচকে আর সে ভাবে গুরুত্ব দিতে চাইছে না লাল-হলুদ। কোচ অস্কার ব্রুজ়ো শিলংয়ে যাননি। দলের দায়িত্বে থাকবেন সহকারী বিনো জর্জই। অনেক ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হতে পারে।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচে রয়েছে নর্থইস্ট। ইস্টবেঙ্গলকে হারাতে পারলে তারা তিনে উঠে আসতে পারবে। আলাদিন আজারাইয়েরা যে পুরোদমে তিন পয়েন্টের জন্য ঝাঁপাবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে বিনো এ দিন বলেছেন, “আমরা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করছি। রোজ নিজেদের উন্নত করার চেষ্টা করছি। প্রত্যেকটা ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শেষ ম্যাচ হলেও আমাদের খেলোয়াড়েরা অনুপ্রাণিত।”
১১ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। শিলংয়ে খেলার পরেই কিছু ফুটবলার উড়ে যাবেন তুর্কমেনিস্তানের উদ্দেশে। সেখানে আর্কাদাগের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচ রয়েছে। সূচি নিয়ে বিনো বলেছেন, “সূচিটা আমাদের জন্য কঠিন। তবে ইস্টবেঙ্গল ক্লাব সব ম্যাচকেই একই চোখে দেখে। আমরা দুটো ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছি। এই ম্যাচের জন্যও আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আইএসএলের প্রসারের লক্ষ্যে শেষ তিনটি হোম ম্যাচ শিলংয়ে খেলছে নর্থইস্ট। মাঠে লোকও হচ্ছে। সেটা কি চাপে ফেলতে পারে? বিনোর জবাব, “কলকাতাতেও আমরা অনেক সমর্থকের সামনে খেলি। তা ছাড়া অতীতে শিলংয়ে এসে ডুরান্ড কাপে খেলেছি। আশা করি খুব একটা অসুবিধা হবে না।”
বিনোর সংযোজন, “এখানে আসতে পেরে ভাল লাগছে। কলকাতার থেকে এখানকার আবহাওয়া আলাদা। এখানে তিন পয়েন্টের জন্যই এসেছি। নিজেদের সেরাটাই দেব।”