ছত্তীসগড়ে নিরাপত্তা লাগাতার অভিযান। সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতা যখন হয় আত্মসমপর্ণ করেছে বা নিহত হয়েছে, তখন প্রত্যাঘাত করল মাওবাদী। পুলিসের চর সন্দেহে তিন নিরীহ গ্রামবাসীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। কবে? আজ, মঙ্গলবার।
পুলিস সূত্রে খবর, নিহতেরা সকলেই নয়াপাড়া এলাকার পেদ্দাকোর্মা এলাকার বাসিন্দা। মাওবাদীদের সন্দেহ, ওই তিন ব্যক্তি পুলিসের চর হিসেবে কাজ করতেন। তাদের সমস্ত গতিবিধি খবর পুলিসকে দিতেন। প্রথম বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে গণ আদালতে ‘বিচার’, তারপর ‘মৃত্যুদণ্ড’-ও কার্যকর করা হয়।
‘মাওমুক্ত ভারত’ গড়ার ডাক দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তীসগড়ে লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাাহিনী। পরিস্থিতি এমনই যে, গত কয়েক বছর বহু শীর্ষস্থানীয় মাও নেতা আত্মসমপর্ণ করেছেন। আবার গুলির লড়াইয়ে নিহতও হয়েছেন অনেকেই। যেমন, সিপিআই(মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ ওরফে গগন্না, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি। বস্তুত, একদা ‘মাওবাদী মুক্তাঞ্চল’ হিসেবে পরিচিত বস্তার ডিভিশনের এখন রীতমতো কোণঠাসা হয়ে পড়েছে পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। ফলে মরিয়া হয়ে এবার তারা প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে বলে আশঙ্কা।