Chhath Puja: নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপ, ছটে ‘সিলড’ রবীন্দ্র সরোবর!

অয়ন ঘোষাল: জাতীয় পরিবেশ আদালতের পর্যবেক্ষণে বেনজির নিরাপত্তার ঘেরাটোপে রবীন্দ্র সরোবর। ৩ বছর আগে জোর করে রবীন্দ্র সরোবর চত্বরে ঢুকে পড়েছিল কিছু ছট ভক্ত। এর জেরে বিতর্ক দানা বাঁধে।   

  

2/5

ছটে রবীন্দ্র সরোবর

Chhath Puja 2023 in Rabindra Sarobar

তাই ২০২১ সাল থেকেই সম্পূর্ণ সিল করে দেওয়া শুরু হয়েছে জাতীয় জলাশয়ের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরকে।   

3/5

ছটে রবীন্দ্র সরোবর

Chhath Puja 2023 in Rabindra Sarobar

শনিবার সকালে মর্নিং ওয়াক পর্ব মিটে যেতেই রবীন্দ্র সরোবর থানার পুলিস ও KMDA একযোগে সরোবরে প্রবেশের সবকটি গেট বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করার কাজ শুরু করে।     

4/5

ছটে রবীন্দ্র সরোবর

Chhath Puja 2023 in Rabindra Sarobar

আজ সকালে রবীন্দ্র সরোবর গিয়ে দেখা যায়, শুধু সিল করেই ক্ষান্ত নয় প্রশাসন। রাশি রাশি পুলিস মোতায়েন।   

  

5/5

ছটে রবীন্দ্র সরোবর

Chhath Puja 2023 in Rabindra Sarobar

ছট উপলক্ষে সরোবরে যাতে কোনও ব্যক্তি প্রবেশ করতে না পারে, সেই ‘অনুপ্রবেশ’ আটকানোর ব্লু প্রিন্ট তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.