রেলের পরীক্ষায় পাশ করতে অভিনব পদ্ধতির আশ্রয় নিতে দেখা গেল এক চাকুরিপ্রার্থীকে। অভিযোগ, পরীক্ষা দিতে রাজ্যগুরু গুপ্ত নামের এক ভুয়ো পরীক্ষার্থীকে ভাড়া করেন চাকরিপ্রার্থী মুকেশকুমার শম্ভুনাথ। যাতে তিনি বায়োমেট্রিক পরীক্ষায় ধরা না পড়েন, তা নিশ্চিত করতে শম্ভুনাথ নিজের বুড়ো আঙুলের চামড়া তুলে আঠা দিয়ে লাগিয়ে দেন রাজ্যগুরুর হাতে! তবে এত কাণ্ড করেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যান ওই নকল পরীক্ষার্থী।
দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তিই বিহারের বাসিন্দা। রাজ্যগুরু শম্ভুনাথের জায়গায় রেলের আরসিসি প্রথম ধাপের পরীক্ষা দিতে যান। কিন্তু পরীক্ষাকেন্দ্রে কোভিড-বিধি মানতে গিয়ে হাত জীবাণুমুক্ত করতে বলা হয় তাঁকে। হাতে স্যানিটাইজার ঘষতেই খুলে আসে বুড়ো আঙুলে আঠা দিয়ে লাগিয়ে রাখা চামড়া। বিষয়টি চোখে পড়ে যায় গার্ডের। লক্ষ্মীপুরা থানায় অভিযোগ দায়ের করেন পরীক্ষাকেন্দ্রের আধিকারিকরা। বুধবার দুই ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।