মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এবং ব্রিটেনের মধ্যে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ব্রিটেনে। তাঁর উপস্থিতিতেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ড এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর কোনও দেশের সঙ্গে এটাই তাদের সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি। এর ফলে বছরে ৩,৪০০ কোটি ডলারের (প্রায় তিন লক্ষ কোটি টাকা) দ্বিপাক্ষিক বাণিজ্য হবে ভারত এবং ব্রিটেনের মধ্যে।
মুক্ত বাণিজ্যচুক্তির ফলে ভারতের কী কী লাভ:
- ব্রিটেনে তৈরি বা ব্রিটেন থেকে আমদানিকৃত চিকিৎসা সরঞ্জাম, বিমান সরঞ্জাম ভারতীয় নাগরিক এবং ভারতীয় সংস্থাগুলির জন্য আগের চেয়ে সস্তা হবে।
- ব্রিটেনে তৈরি পানীয় (সফ্ট ড্রিঙ্ক্স), চকোলেট, সাজগোজের সরঞ্জাম, বিস্কুট, গাড়ি, ভেড়া এবং স্যামন মাছ ভারতীয়দের জন্য অনেক সহজলভ্য হবে। এই সমস্ত পণ্যে এত দিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক কার্যকর থাকত। মুক্ত বাণিজ্যচুক্তির ফলে তা কমে দাঁড়াবে তিন শতাংশে। বৈদ্যুতিক গাড়ির শুল্ক ১১০ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে আসবে।
- এই বাণিজ্যচুক্তি কার্যকর হওয়ার পর ব্রিটিশ সংস্থাগুলির পক্ষে হুইস্কি এবং অন্যান্য পণ্য ভারতে রফতানি করা সহজ হবে। হুইস্কির আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ হবে। আগামী ১০ বছরে তা কমে আসবে ৪০ শতাংশে।
- ব্রিটেনে ভারতীয়দের বসবাস আরও সুবিধাজনক হবে।
- ব্রিটেনের ৩৫টি সেক্টরে দু’বছরের জন্য কোনও অফিস ছাড়াই কাজ করতে পারবেন ভারতীয়েরা। এতে বছরে ৬০ হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর সুবিধা হতে পারে। লাভ হবে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল এবং উইপ্রো-র মতো সংস্থার।
- ব্রিটেনের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত খরচ থেকেও ভারতীয়েরা তিন বছরের জন্য অব্যাহতি পাবেন।

মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনের কী কী লাভ:
- ব্রিটেনের পণ্যে ভারত যা শুল্ক নিয়ে থাকে, তা অনেকটা কমে আসবে এই চুক্তির ফলে। অন্তত ৯০ শতাংশ শুল্ক হ্রাস নিশ্চিত করা হবে এর ফলে।
- ভারতের বাজারে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাড়তি সুবিধা পাবে ব্রিটেন।
- ২০ লক্ষের বেশি মূল্যের সরকারি টেন্ডারে (সংবেদনশীল নয় এমন) যোগ দিতে পারবে ব্রিটেনের বিভিন্ন সংস্থা। এর অর্থ হল, প্রতি বছরে ৪০ হাজার টেন্ডারে যোগ দেওয়ার সুযোগ পাবে ব্রিটেন, যার মূল্য চার লক্ষ কোটি টাকার বেশি।
- মুক্ত বাণিজ্য চুক্তির সরাসরি প্রভাবে ২,২০০-র বেশি চাকরির সুযোগ তৈরি করতে পারবে ব্রিটেন।
- ব্রিটেনের কর্মচারীদের রোজগার বছরে ২২০ কোটি পাউন্ড বৃদ্ধি পাবে।
- জামাকাপড়, জুতো এবং বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম কমবে ব্রিটেনে।