শহরে ফের রহস্যমৃত্যু। ফ্ল্যাটে মিলল যুবকের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই যুবককে খুনই করা হয়েছে। পাটুলির পর এবার চারু মার্কেট।
পুলিস সূত্রের খবর, মৃতের নাম অবিনাশ বারুই। বাড়ি, আসানসোলে। গত দু’বছর ধরে চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোডে একটি ফ্ল্যাট থাকতেন তিনি। আজ, শনিবার বিকেলে ওই ফ্ল্যাটে দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখেন অন্য আবাসিকরা। তাঁদের দাবি, ফ্ল্য়াটের দরজা ভিতর ও বাইরে দু’দিন থেকে লক করা ছিল। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কীভাবে মৃত্যু? কলকাতা পুলিসের জয়েন্ট সিপি রূপেশ কুমার বলেন, ‘মৃতের শরীরের আঘাতের চিহ্ন ছিল। আঘাত দেখে খুন বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনায় তদন্ত চলছে। কোথায় কোথায় আঘাত রয়েছে, কিভাবে মৃত্যু একটা ময়না তদন্তের পরেই বলা সম্ভব হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ কারা কারা এসেছিল, সমস্ত কিছুই তদন্তের আওতায় আনা হচ্ছে’।
ডিসি সাউথ প্রিয়ব্রত রায় জানিয়েছেন, সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী, আজকে কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সঙ্গে ফ্ল্যাটে ঢুকেছিলেন এই যুবক। তিনি কে তার পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত বাড়ি থেকে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। যিনি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, সেই কুশল ছাবড়ার সঙ্গে কথা হয়েছে। কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন’। দিন কয়েক আগে পাটুলিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক বৃদ্ধার। বাড়ি থেকেই বালিশ চাপা দেওয়ার অবস্থায় উদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিস।