আলু জমিতে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হলো ৪২ বছরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত একবলপুর এলাকায়।
মৃত ব্যক্তির নাম প্রদীপ ঘোষ। ঘটনার পরেই চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রদীপবাবু চার বছর আগে বিয়ে করেন এবং তাঁর তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। একবলপুরের বাসিন্দা প্রদীপ ঘোষ, বাবা অশোকবাবুর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে একমাত্র ছেলে ছিলেন। বাড়ি থেকে মাত্র ৪০০ মিটার দূরে নিজের চাষের জমিতে আলু তোলার কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী মৈত্রী সামন্ত ঘোষ, যিনি স্থানীয় একটি প্রাইভেট নার্সারিতে পড়ান। শোকার্ত আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের চোখেও বিষাদের ছায়া।