নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। ‘Phase-X/2022/Selection Posts’-এ নিয়োগের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন। ইচ্ছুক প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে গিয়ে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদের সংখ্যাজনপ্রিয় খবর
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী (SSC Selection Post phase X/2022), মোট ৩৩৭ টি শূন্যপদের জন্য মোট ২,০৬৫ জনকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় তাঁদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে কমিশন। বিভিন্ন প্রান্তে তাঁদের নিয়োগ করা হবে।
কীভাবে নিয়োগের (SSC Selection Post phase X/2022) জন্য আবেদন করবেন?
১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে যান।
২) তারপর রেজিস্টার করে লগইন করুন।
৩) তারপর নিজের প্রয়োজনীয় নথি দিন। আপলোড করুন প্রয়োজনীয় নথি।
৪) আবেদন ফি জমা দিন।
৫) ফর্ম সাবমিট করে প্রিন্ট-আউট করে নিন। তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক – এখানে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ তারিখ
১) অনলাইনে আবেদন শুরু: ১২ মে।
২) কতদিন অনলাইনে আবেদন চলবে? আগামী ১৩ জুন রাত ১১ টা পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে।
৩) অনলাইনে ফি দেওয়ার শেষদিন? আগামী ১৫ জুন রাত পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
৪) ব্যাঙ্কের চালান জেনারেট করার (অফলাইনে ফি জমা দেওয়া) শেষদিন? আগামী ১৬ জুন রাত ১১ টা পর্যন্ত চালান জেনারেট করা যাবে।
৫) চালানের মাধ্যমে কখন আবেদন ফি জমা দেওয়া যাবে? আগামী ১৮ জুন পর্যন্ত ফি জমা দিতে পারবেন প্রার্থীরা (ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে চালান জমা দিতে হবে)।
৬) অনলাইন পেমেন্ট-সহ অনলাইনে জমা দেওয়া আবেদন সংশোধনের সময়: ২০ জুন থেকে ২৪ জুন (রাত ১১ টা পর্যন্ত)।
৭) কম্পিউটার বেসড পরীক্ষার সময়: ২০২২ সালের অগস্ট (সম্ভাব্য)।
(কোথায় শূন্যপদ আছে, কোথায় চাকরির আবেদন নিচ্ছে? ক্লিক করুন এখানে। জেনে যাবেন সব তথ্য)
আবেদন ফি:
১০০ টাকা দিতে হবে। অনলাইনে Bhim UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখায় অফলাইনে চালানের মাধ্যমে ফি জমা দেওযা যাবে। তবে মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি প্রার্থী, বিশেষভাবে সক্ষম প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের আবেদন ফি দিতে হবে না।