বালুরঘাটে ভোট গণনাকেন্দ্র থেকে মেমোরি কার্ড সহ সিসিটিভি ক্যামেরা উধাও, কড়া প্রতিক্রিয়া সুকান্তর

বালুরঘাটের গণনাকেন্দ্র থেকে Memory Card সহ আস্ত CCTV ক্যামেরা উধাও। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, ওই মেমোরি কার্ড়ে যা আছে তা বাইরে এলে সব ধরা পড়ে যাবে। কারণ গননার নামে লুট হয়েছে। তাই চুরির নামে সেই সব ফুটেজ গোপন করা হয়েছে।

পঞ্চায়েত ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বালুরঘাটে সেই সিসিটিভির ফুটেজ মেমোরি কার্ড সহ চুরি হয়ে গেছে। বালুরঘাটের আইসি কে এ কথা লিখিতভাবে জানিয়েছেন বিডিও। এ ব্যাপারে তিনি একটি ডায়েরিও করেছেন। এই বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, গননার সময় যে কারচুপি হয়েছিল তা ঢাকাতেই এই ঘটনা নয় তো?

বালুরঘাটের আইসিকে লেখা বিডিও’র অভিযোগপত্র টুইট করে সুকান্ত মজুমদার লিখেছেন, পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই; এবার বালুরঘাট ব্লকের বিডিও সাহেব নতুনত্ব যোগ করলেন। তিনি, “গণনাকেন্দ্র থেকে Memory Card সহ আস্ত CCTV ক্যামেরা উধাও এর অভিযোগ” করেছেন। আসলে, বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধে গেছে, না পারছেন গিলতে না পারছেন বার করতে। তাই আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই CCTV উধাও করে দেওয়া হলো না তো?

পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনবো এবং এর বিরূদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.