রবিবার ভোররাতে নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় ৪০ জন।
জানা গিয়েছে, এদিন একটি পর্যটক বোঝাই বাস ওড়িশার পুরি থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল। নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা প্রায় ৪০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একটি বাচ্চা সহ ৯ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।
যাত্রীরা জানান, “গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দিঘা ও পুরি হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলাম, মাঝপথে গাড়ির চালক খালাসিকে গাড়ি চালাতে দিলে ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উল্টে গেল তা জানা নেই।