লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট, কপিলের রেকর্ড ভাঙলেন বুমরাহ, নাম তুললেন ‘অনার্স বোর্ড’-এ

বল হাতে নামলেই নজির গড়ছেন জসপ্রীত বুমরাহ। আরও একটা কীর্তি গড়লেন তিনি। লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় পেসার। সেই সঙ্গে তিনি নাম তুলেছেন লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ।

লর্ডসে টেস্টে কোনও ব্যাটার শতরান করলে বা কোনও বোলার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলে ‘অনার্স বোর্ড’-এ তাঁর নাম ওঠে। প্রত্যেক ক্রিকেটারের কাছেই এটা স্বপ্ন। বুমরাহ লর্ডসে এই প্রথম এক ইনিংসে ৫ উইকেট নিলেন। তাঁর নাম খোদাই করা থাকল ক্রিকেটের অন্যতম ঐতিহ্যশালী স্টেডিয়ামে।

টেস্টে বিদেশের মাটিতে ১৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন বুমরাহ। এই তালিকায় এত দিন কপিলের সঙ্গে এক আসনে ছিলেন তিনি। বিদেশের মাটিতে কপিল ১২ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। কপিলকে ছাপিয়ে গিয়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে বিদেশের মাটিতে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে তিনি।

ইংল্যান্ড সফরে হেডিংলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। ছুঁয়ে ফেলেছিলেন কপিলকে। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি তিনি। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে খেলেননি বুমরাহ। তৃতীয় টেস্টে লর্ডসে ফিরে প্রথম দিন মাত্র ১ উইকেট পেয়েছিলেন বুমরাহ। কিন্তু দ্বিতীয় দিন ফর্মে ফিরলেন তিনি। ইংল্যান্ডের শেষ ৬ উইকেটের মধ্যে ৪টেই নিলেন তিনি। সেই সঙ্গে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.