বুমরাহের বলে আউট ব্রুক, পঞ্চম উইকেটে অর্ধশতরানের জুটি রুট-স্টোকসের, ইংল্যান্ড ২৪০/৪

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের ফল আপাতত ১-১। হেডিংলেতে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি দুই দল।

না-জানলেই নয়

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২২:১৪ key status

অর্ধশতরানের জুটি রুট-স্টোকসের

পঞ্চম উইকেটে জুটি বেঁধেছেন জো রুট ও বেন স্টোকস। দু’জনের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:৫৯ key status

অবশেষে উইকেট বুমরাহের

হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করে উইকেট পাননি বুমরাহ। এজবাস্টনে খেলেননি তিনি। লর্ডসে প্রথম উইকেট নিতে ১৬ ওভার লেগে গেল তাঁর। অবশেষে বুমরাহের ভিতরের দিকে ঢুকে আসা বলে ১১ রানের মাথায় বোল্ড হলেন হ্যারি ব্রুক। ১৭২ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:৩৬ key status

চা বিরতির পর প্রথম বলেই ধাক্কা জাডেজার

চা বিরতির পর শুরুটা ভাল হল ভারতের। প্রথম বলেই ওলি পোপকে আউট করলেন জাডেজা। তাঁর বল পোপের ব্য়াটের কানায় লাগে। ভাল ক্যাচ ধরেন পরিবর্ত উইকেটরক্ষক জুরেল। ৪৪ রানে আউট পোপ। ১৫৩ রানে তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:৩৩ key status

চা বিরতির পরেও নামতে পারলেন না পন্থ

এখনও ঋষভ পন্থ মাঠে নামতে পারলেন না। তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। পন্থের বদলে ধ্রুব জুরেলই উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:১৩ key status

চা বিরতিতে ইংল্যান্ড ১৫৩/২

রুট ৫৪ ও পোপ ৪৪ রানে অপরাজিত রয়েছেন। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:১১ key status

অর্ধশতরান রুটের

নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন জো রুট। এজবাস্টনে রান না পেলেও লর্ডসে প্রথম ইনিংসে অর্ধশতরান করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:০৬ key status

শতরানের জুটি রুট-পোপের

ইংল্যান্ডকে খেলায় ফেরালেন জো রুট ও ওলি পোপ। শতরানের জুটি গড়লেন তাঁরা। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:০৭ key status

১০০ পার ইংল্যান্ডের

৩৬ ওভারে ১০০ পার হল ইংল্যান্ডের। রান তোলার গতি দেখেই বোঝা যাচ্ছে, সাবধানে ব্যাট করছে তারা। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:০২ key status

মাঠের বাইরে পন্থ

আঙুলে চোট পাওয়ার পর বেশি ক্ষণ খেলতে পারলেন না পন্থ। মাঠের বাইরে তিনি। পন্থের বদলে উইকেটরক্ষক হিসাবে নেমেছেন ধ্রুব জুরেল। মাঠের ধারে কিছু ক্ষণ চিকিৎসার পর সাজঘরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পন্থকে দেখে বোঝা যাচ্ছে, আঙুলে যথেষ্ট যন্ত্রণা হচ্ছে তাঁর। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:৫৯ key status

অর্ধশতরানের জুটি রুট-পোপের

ইংল্যান্ডের ইনিংস টানছেন রুট ও পোপ। অর্ধশতরানের জুটি গড়েছেন তাঁরা। ধীরে ব্যাট করলেও আউট করা যাচ্ছে না তাঁদের। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:৫৭ key status

আঙুলে চোট পন্থের

বুমরাহের একটা বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন পন্থ। ফলে কিছু ক্ষণ বন্ধ থাকে খেলা। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:৩৩ key status

তাড়াহুড়ো করছে না ইংল্যান্ড

খেলার ধরন বদলে ফেলেছে ইংল্যান্ড। তাড়াহুড়ো করছে না তারা। ধীরে ধীরে খেলছেন দুই ব্যাটার রুট ও পোপ। উইকেটে টিকে থাকার চেষ্টা করছেন তাঁরা। ফলে তাঁদের আউট করতে সমস্যা হচ্ছে ভারতীয় পেসারদের। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৭:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৮৩/২

প্রথম সেশনে ২৫ ওভারে উঠল ৮৩ রান। আউট হয়েছেন দুই ওপেনার। রুট ২৪ ও পোপ ১২ রানে অপরাজিত রয়েছেন। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৭:২৫ key status

জুটি গড়ার চেষ্টায় জো রুট ও ওলি পোপ

এক ওভারে জোড়া ধাক্কার পর খেলায় ফেরার চেষ্টা করছে ইংল্যান্ড। জুটি গড়েছেন জো রুট ও ওলি পোপ। ধীরে ধীরে ইংল্যান্ডকে শতরানের দিকে নিয়ে যাচ্ছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:৪৩ key status

আউট ক্রলি

নীতীশের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রলি (১৮)। ইংল্যান্ড ৪৪/২।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:৪০ key status

আউট ডাকেট

নীতীশের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট ডাকেট (২৩)। ইংল্যান্ড ৪৩/১।

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:১৮ key status

১০ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ৩৫

ক্রলি ১৮ ও ডাকেট ১৫ রানে খেলছেন। সাবধানে ব্যাট করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:৫৮ key status

হাত খুলতে পারছেন না দুই ইংরেজ ওপেনার

ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট হাত খুলতে পারছেন না। ফলে মাঝেমাঝেই ঝুঁকি নিয়ে শট মারার চেষ্টা করছেন তাঁরা। তাতে আউট হওয়ার সম্ভাবনাও বাড়ছে। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:৪০ key status

নতুন বলে শুরু বুমরাহ, আকাশদীপের

ভারতের হয়ে নতুন বলে বল করছেন জসপ্রীত বুমরাহ ও আকাশদীপ। অর্থাৎ, প্রথম বদল হিসাবে আনা হবে মহম্মদ সিরাজকে। 

timer শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:১১ key status

ভারতের প্রথম একাদশ

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.