জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁর সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা ঋষি কখনোই নিজের শিকড়কে ভুলে যাননি, তাঁর যোগসূত্র ভারতকে। তাই ভারতে এসেই তার প্রমাণ দিয়েছেন। রবিবার সকালে বৃষ্টি মাথায় করে দিল্লির অক্ষরধাম মন্দিরে স্বস্ত্রীক পুজো দিলেন ঋষি সুনাক। ঋষি নিজে হিন্দু এবং হিন্দু ধর্মে যে তিনি প্রবল ভাবে বিশ্বাসী তা বারবার সগর্বে বলেছেন।
ভারতের মাটিতে পা দিয়েই জয় শ্রীরাম ধ্বনিতে অভ্যর্থনা জানিয়েছেন তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী। উপহারে পেয়েছেন রুদ্রাক্ষের মালা, ভগবত গীতা, হনুমান চালিশা। এরপর রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি পৌছলেন অক্ষরধাম মন্দিরে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছেন বলেই রবিবার ভোর থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। মন্দিরে এসে পূজো দেন তিনি। ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করেন সুনক দম্পতি।
অক্ষরধাম মন্দিরে যাবার ইচ্ছা আগেই জানিয়েছিলেন। ভারতের মাটিতে পা দেওয়া মাত্রই তিনি বলেন, সম্মেলনের মাঝে তিনি মন্দিরে ঘুরে আসবেন। বিভিন্ন সময় ব্রিটেনে হিন্দুরীতি, উৎসব পালন করতে দেখা গেছে ঋষি সুনককে।
শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতে এলেন তিনি।
অন্যদিকে রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে জড়ো হয়েছিলেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা। জো বাইডেন থেকে শুরু করে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে আসা সকল প্রতিনিধি সেখানে উপস্থিত হন।