বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, দু’দলই। বৃষ্টির জেরে ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে। যদি বাকি চার দিনও বৃষ্টি হয় তা হলে খেলার ফয়সালা হওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কী ভাবে উঠবে ভারত?
শেষ দু’টি টেস্ট জিতলে
যদি ব্রিসবেন টেস্ট ভেস্তে যায় তা হলে সিরিজ় ১-১ ব্যবধানেই থাকবে। বাকি থাকবে আর দু’টি টেস্ট। যদি ভারত সেই দু’টি ম্যাচ জেতে তা হলে রোহিত শর্মারা ৩-১ ব্যবধানে সিরিজ় জিতবেন। সে ক্ষেত্রে ভারতকে অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবেন রোহিতেরা।
একটি টেস্ট জিতলে, অন্যটি ড্র হলে
যদি বাকি দুই টেস্টের মধ্যে একটি টেস্ট ড্র হয় ও ভারত একটি টেস্ট জেতে তা হলে তারা ২-১ ব্যবধানে সিরিজ় জিতবে। সে ক্ষেত্রে ভারতকে তাকাতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা যদি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্টের অন্তত একটিতে জেতে তা হলে ভারত ফাইনাল খেলবে।
একটি টেস্ট জিতলে, অন্যটি হারলে
যদি দু’টি টেস্টের মধ্যে ভারত একটি জেতে ও অস্ট্রেলিয়া একটি জেতে তা হলে সিরিজ় ২-২ ড্র হবে। সে ক্ষেত্রেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকাতে হবে ভারতকে। শ্রীলঙ্কা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দু’টি টেস্টেই হারালে বা পাকিস্তান দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদের ২-০ হারালে তবেই ভারত ফাইনাল খেলবে।
শেষ দু’টি টেস্ট হারলে
যদি বাকি দু’টি টেস্টই ভারত হারে তা হলে আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ থাকবে না রোহিতদের।