BrahMos Missile: এবার লখনউ থেকেই সম্ভব শত্রুনিধন! সিঁদুর খেলায় তুরুপের তাস ব্রহ্মস…

এবার সীমান্তের ওপারেও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সক্ষম হবে ভারত। ভার্চুয়ালি উদ্বোধনের সময়ে রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। 

  

1/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের লখনউতে ব্রহ্মস এরোস্পেস টেস্টিং ফ্যাসিলিটির উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

  

2/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

BrahMos Supersonic Missile

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৩০০কোটির বাজেটে তৈরি এই ইউনিট বছরে প্রায় ৮০-১০০ টি ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। 

3/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

BrahMos Supersonic Missile

শুধু সীমান্তেই নয়, এবার সীমান্তের ওপারেও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সক্ষম হবে ভারত। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ইউনিটের মিসাইলগুলি জল-স্থল-আকাশ, যেকোনও জায়গা থেকে নিক্ষেপ করা সম্ভব। 

4/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

BrahMos Supersonic Missile

এদিন লখনউয়ে ভার্চুয়ালি উদ্বোধনের সময়ে রাজনাথ সিং বলেন- ভারতীয় বাহিনী পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে অপারেশন সিঁদুর শুরু করেছিল এবং কখনও তাদের সাধারণ নাগরিকদের লক্ষ্য করেনি। 

  

5/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

BrahMos Supersonic Missile

কিন্তু পাকিস্তান কেবল ভারতের বেসামরিক এলাকাগুলিকেই লক্ষ্য করেনি, বরং মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিতেও আক্রমণ করার চেষ্টা করেছে। যা অত্যন্ত বর্বরোচিত একটি পদক্ষেপ, যদিও তারা অসফল হয়। 

  

6/10

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

BrahMos Supersonic Missile

ভার্চুয়ালি উদ্বোধনের সময়ে রাজনাথ সিং বলেন, ব্রহ্মোস ইন্টিগ্রেশন এবং টেস্টিং সুবিধাগুলি ভারতের প্রতিরক্ষা দক্ষতা আরও শক্তিশালী করবে। এছাড়াও তিনি অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে উল্ল্যেখ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.