এবার সীমান্তের ওপারেও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সক্ষম হবে ভারত। ভার্চুয়ালি উদ্বোধনের সময়ে রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।
1/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের লখনউতে ব্রহ্মস এরোস্পেস টেস্টিং ফ্যাসিলিটির উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
2/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৩০০কোটির বাজেটে তৈরি এই ইউনিট বছরে প্রায় ৮০-১০০ টি ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম।
3/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

শুধু সীমান্তেই নয়, এবার সীমান্তের ওপারেও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সক্ষম হবে ভারত। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ইউনিটের মিসাইলগুলি জল-স্থল-আকাশ, যেকোনও জায়গা থেকে নিক্ষেপ করা সম্ভব।
4/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

এদিন লখনউয়ে ভার্চুয়ালি উদ্বোধনের সময়ে রাজনাথ সিং বলেন- ভারতীয় বাহিনী পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে অপারেশন সিঁদুর শুরু করেছিল এবং কখনও তাদের সাধারণ নাগরিকদের লক্ষ্য করেনি।
5/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র

কিন্তু পাকিস্তান কেবল ভারতের বেসামরিক এলাকাগুলিকেই লক্ষ্য করেনি, বরং মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিতেও আক্রমণ করার চেষ্টা করেছে। যা অত্যন্ত বর্বরোচিত একটি পদক্ষেপ, যদিও তারা অসফল হয়।
6/10
ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র
