আজ সকাল আটটা নাগাদ একটি কয়লাবোঝাই মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল।
2/6
খুলে যায় বগি

চন্দ্রকোনা রোড স্টেশন পেরনোর পরেই ওই মালগাড়িটির একাধিক বগি খুলে রয়ে যায় পিছনে, ইঞ্জিন সামনের দিকে চলে যায়।
3/6
হতবাক চালক

ইঞ্জিনটি অনেক দূরে এগিয়ে যাওয়ার পরে চালক জানতে পারেন, কী ঘটেছে! কিন্তু ততক্ষণে ইঞ্জিনটি পাঁচটি বগি-সহ অনেক দূরে চলে গিয়েছে!
4/6
ঘটনাস্থলে রেলকর্মীরা

ওদিকে তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বিচ্ছিন্ন বগিগুলিকে তাঁরা ইঞ্জিনের সঙ্গে যোগ করে দেন। তারপর গাড়ি আবার ছাড়া হয়।
5/6
২২ বগি

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ২২টি বগি পিছনে ফেলে পাঁচটি বগি নিয়ে ইঞ্জিনটি সামনের দিকে চলে যায়। এর জেরে বড় ধরনের কোনও দুর্ঘটনা অবশ্য ঘটেনি। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়িটি, পাশাপাশি অন্য ট্রেনও।
6/6
দেরিতে চলছে ট্রেন
