আরব সাগরের তীরে সোম সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে, চলতি আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরপর দুই ম্যাচ হারা মুম্বই ফিরল রাজার মতো। কেকেআরকে আট উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয় পেলেন হার্দিক পাণ্ডিয়ারা। অজিঙ্কা রাহানেরা টস হেরে প্রথমে ব্যাট করলেন। হার্দিকের বিরুদ্ধে ব্যাট করে মাত্র ১৬.২ ওভারে ১১৬ রান করে গুটিয়ে গেল কেকেআর! আর মুম্বই সেই রান ১৩ ওভারের ভিতর তাড়া করে জিতে গেল!
চারে নেমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এদিন ৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। আর তাতেই তিনি মাইলস্টোন তৈরি করে ফেললেন। সূর্য এদিন পঞ্চম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৮,০০০ রান পূর্ণ করলেন। ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি এই ফর্ম্যাটে তাঁর ৩১২তম ইনিংসে এই রেকর্ড করলেন। টি-টোয়েন্টিতে তাঁর গড় ৩৪ এবং স্ট্রাইক রেট ১৫২। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার ক্লাবে এলেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সূর্য ৩৮-এর গড়ে ২৫৯৮ রান করেছেন। তাঁর চারটি সেঞ্চুরিও রয়েছে, যা ভারতীয়দের ভিতর দ্বিতীয় সর্বোধিক।