মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত ৯।ঘটনাটি ঘটেছে দক্ষিণী রাজ্য অন্ধঅরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে একটি গাড়ির সংঘর্ষে ছয় মহিলা এবং দুই শিশু সহ মোট নয়জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে অনন্তপুর-বেল্লারি মহাসড়কের বিদপনকল ব্লকের কাতলাপল্লি গ্রামে। সকালে বেল্লারিতে রাজ্য ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য কোরা ভেঙ্কটপ্পার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার পরে অনন্তপুরে ফিরছিলেন তাঁরা। সেই সময়ই মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারালেন তাঁরা।
উরাভাকোন্ডা পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন নিম্বাগাল্লু গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা ভেঙ্কটপ্পা। দুর্ঘটনায় মৃত বাকি আটজনের মধ্যে সাতজন শনাক্ত হয়েছে। তাঁরা হলেন বোম্মানকাল গ্রামের অশোক, রাধাম্মা ও সরস্বতী; পিল্লালপল্লি গ্রামের শিবম্মা; রায়ালদোদ্দি গ্রামের সুভদ্রম্মা, স্বাতী এবং লাত্থাভারম গ্রামের বাসিন্দা জাহ্নবী। একটি শিশুর দেহ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।ট্রেন্ডিং স্টোরিজ
পুলিশ জানিয়েছে, ট্রাকটি প্রবল গতিতে যাচ্ছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টয়োটা ইনোভা গাড়িতে ধাক্কা দেয় সেটি। গাড়িটি খারাপভাবে দুমড়েমুচড়ে গিয়েছিল এবং গাড়ি থেকে নিহতদের মৃতদেহ সরাতে পুলিশকে বেশ কষ্ট করতে হযেছিল। লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য উরাভাকোন্ডার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করছে।