২০২৩ সালের ১ মে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞা। আজ প্রায় দু’বছর কেটে গেলেও তার মধ্যে বেশ কয়েকজন অপরাধী ধরা পড়লেও এখনো বেশ কিছু অপরাধী অধরা রয়েছে। আজকের দিনেই খুন হতে হয়েছিল তাঁকে। তাই আজ বিজয়কৃষ্ণ ভুঁইঞার স্মরণ সভা হয় ময়নার বাকচায়।
পাশাপাশি ময়নার বাকচায় একসময় খুন হয়েছিল দীপক মন্ডল এবং শঙ্কর মন্ডল নামে দুই বিজেপি কর্মী। তিনজনের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়-সহ বিজেপি নেতৃত্বরা। ময়নার এই সভা থেকে আগামী দিনে ২৬- এ বদলা শুধু নয়, সুদে আসলে হিসাব হবে এবং বিধানসভায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার ডাক দেন শুভেন্দু অধিকারী।