ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হতে শুরু করেছে বীরভূম। সদাইপুর থানার সাহাপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় আহত তিন বিজেপি কর্মী। ভর্তি সিউড়ি সদর হাসপাতালে।
ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনার খবর মিলেছে। এবার তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সদাইপুর। বৃহস্পতিবার সাহাপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ নবীনের নেতৃত্বে বিজয় মিছিল থেকে বিজেপির বুথ সভাপতির বাড়ি, দোকানে হামলার অভিযোগ উঠল। মাথা ফেটেছে বিজেপি নেতা তথা বুথ সভাপতি দেবব্রত ঘোষের। শুধু তাই নয়, তাঁর বাড়িতে ঢুকে বয়স্ক বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে গ্রামের মানুষ গিয়ে দেবব্রত ঘোষকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে গিয়ে জখম দলীয় কর্মীকে দেখে আসেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতগি ধ্রুব সাহা, পরাজিত প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তারা দেবব্রত ঘোষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এনিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জেলাশাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “ভোট পরবর্তী হিংসা বাড়তে থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অবিলম্বে হিংসা বন্ধ হওয়া প্রয়োজন। বিষয়টি জেলা শাসককে লিখিতভাবে জানিয়ে এলাম”।