বিশ্বরাজ একাই ১৬৫, পঞ্জাবকে উড়িয়ে বিজয় হজারে ট্রফির ফাইনালে সৌরাষ্ট্র, রবিবার সামনে বিদর্ভ

বিজয় হজারে ট্রফির ফাইনালে উঠে গেল সৌরাষ্ট্র। শুক্রবার বেঙ্গালুরুতে তারা হারিয়ে দিল পঞ্জাবকে। ৯ উইকেটে জিতেছে সৌরাষ্ট্র। একাই অপরাজিত ১৬৫ রান করে দলকে জিতিয়েছেন বিশ্বরাজ জাডেজা। পঞ্জাবের বোলিংকে শাসন করেছেন তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাবের শুরুটা হয়েছিল ভালই। হরনুর সিংহ এবং অধিনায়ক প্রভসিমরন সিংহ ওপেনিং জুটিতে ৬০ রান যোগ করেন। দ্বিতীয় উইকেটে আরও বড় জুটি হয়। প্রভসিমরন এবং অনমোলপ্রীত সিংহ মিলে ১০৯ রান তোলেন। প্রভসিমরন বেশি আগ্রাসী ছিলেন। সৌরাষ্ট্রের বোলারদের বিরুদ্ধে লেগ সাইডে অনেকগুলি শট খেলেন।

আচমকা আগ্রাসন কমিয়ে দেন তিনি। সেটাই পতন ডেকে আনে। চিরাগ জানির বলে বড় শট খেলতে গিয়ে আউট হন প্রভসিমরন (৮৭)। ৯টি চার এবং ৩টি ছয় মারেন। উল্টো দিকে থাকা অনমোলপ্রীতকে অবশ্য টলানো যায়নি। ধীরেসুস্থে খেলে তিনি ১০৩ রান করেন তিনি। চিরাগকে দু’টি চার মেরে ৯৭-তে পৌঁছন। একটি দু’রান এবং একটি খুচরো রান নিয়ে শতরান পূরণ করেন।

তবে উল্টো দিকে রমনদীপ সিংহ (৪২) ছাড়া কাউকে পাননি অনমোলপ্রীত। পরের দিকে একের পর এক উইকেট হারায় পঞ্জাব। শেষ পর্যন্ত তারা ২৯১ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট করতে নেমে এক বারও সৌরাষ্ট্রকে দেখে মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারবে না। শুরু থেকেই এতটাই সাবলীল ছিল তাদের ব্যাটিং। প্রথম উইকেটে ২৩ ওভারে উঠে যায় ১৭২ রান। হার্ভিক দেসাই (৬৪) এবং বিশ্বরাজ মিলে পঞ্জাবের কোনও বোলারকে দাঁড়াতে দেননি। ওই সময়ই বোঝা যায় ম্যাচ সৌরাষ্ট্রের পকেটে আসতে চলেছে।

বিশ্বরাজ ২৯ বলে অর্ধশতরান এবং ৭৪ বলে শতরান পূরণ করেন। ১২০ রানের মাথায় তাঁর ক্যাচ পড়ে। আর কোনও সুযোগ দেননি তিনি। প্রেরক মাঁকড়ের (অপরাজিত ৫২) সঙ্গে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.