1/9ঢাকের কাঠির বিদায় সুর, উদাস করে মন, চললেন মা মহামায়া, আজকে বিসর্জন। ছবি : ফেসবুক। (Facebook)
2/9শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা সকলের মঙ্গল করুন। পৃথিবী জুড়ে আসুক ন্যায়, শান্তি ও ধর্ম। ছবি : ফেসবুক (Facebook)3/9শুভ বিজয়ায় বড়দের জানাই প্রণাম। সমবয়সী ও ছোটদের জন্য রইল অফুরন্ত ভালবাসা। ছবি : ফেসবুক (Facebook)4/9মায়ের এবার কৈলাসে ফেরার পালা। শুভ বিজয়া। আসছে বছর আবার হবে! ছবি : ফেসবুক (Facebook)5/9শুভ বিজয়া। সকলের সুস্থতা, সমৃদ্ধি ও সর্বোপরি শান্তি কামনা করি। সকলে খুব ভাল থাকুন। ছবি : ফেসবুক (Facebook)6/9মনটা একটু খারাপ। দেখতে দেখতে পুজো শেষ। আবার ভাবি, পুজো যদি তাড়াতাড়ি শেষ না হত, তবে কিসের আশায় মানুষ অপেক্ষা করত আরও একটা বছর? তাই বিজয়া দশমীতে চলুক মিষ্টিমুখ। চিন্তা কী! আসছে বছর আবার হবে। ছবি : ফেসবুক (Facebook )7/9চোখের জলে মাকে বিদায়। পরের বছরের দিন গোনা শুরু। সকলকে ভালো রেখো মা। 8/9আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। মায়ের বিদায়ের বেলায় তোমাকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। ছবি : ফেসবুক (Facebook)9/9পুজো শেষ এবার ঘরে ফেরার পালা। আসছে বছর আবার এসো মা