এসে গেল আজ বিকেলের আবহাওয়া। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী জানালেন তিনি? শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। ১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আজ, শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়। আগামীকাল, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। ‘হট ডে’ বা গরম দিনের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী তিন চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ, আগামী ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।