শীত বিদায় আসন্ন। এবার ভোরের বা রাতের শীতেও থাবা পশ্চিমী ঝঞ্ঝার। শুক্রবার রাতের তাপমাত্রা ১৫.৬। শনিবার রাতের তাপমাত্রা ১৫.১। রবিবার রাতের তাপমাত্রা ১৭.৪। সোমবার রাতের তাপমাত্রা ২২.৫। সোমবার দিনের তাপমাত্রা ২৯.৪ অর্থাৎ ৩০ ছুঁই ছুঁই। ফলে শীতের ন্যূনতম অনুভূতি সম্পূর্ণ গায়েব। মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা দার্জিলিং, কালিম্পং জেলায়।
ঘন কুয়াশা উত্তরবঙ্গে। হালকা মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার পারদ উত্থান। শুক্রবার পারদ সামান্য নিচে নামলেও শীতের আমেজ ফিরবে না। চলতি সপ্তাহান্তে কার্যত শীতের সমস্ত আমেজ গায়েব। আগামী সোমবারের পর শীতের আনুষ্ঠানিক বিদায়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উষ্ণতার পরশ। মার্চের শুরুতেই গরমের অনুভূতি।
দক্ষিণবঙ্গে শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। মঙ্গলবার থেকে বৃহস্পতি দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবার খুব সামান্য পারদ পতন। শনিবার থেকে ফের পারদ উত্থান। ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের চার জেলাতে আজ মাঝারি কুয়াশা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা কুয়াশা। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। শুক্রবারের পর উত্তরে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি।
কলকাতায় শীতের সমস্ত আমেজ গায়েব। দিনের তাপমাত্রা ২৩ ছুঁই ছুঁই। রাতের পারদ প্রায় ৩০ এর ঘরে। সকালে হালকা কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। রোদের দেখা মিলবে। দুপুরে কিছুটা আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২২.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৮ শতাংশ।