শুক্রবার হট-ডে (Hot Day) পশ্চিমের জেলায়। মার্চেই প্রখর দহন জ্বালা। সপ্তাহান্তে কলকাতায় ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮/৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া (Weather) দফতরের। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। রীতিমতো উষ্ণতায় কাটবে ঈদের দিন।
তবে এখনই তাপপ্রবাহ নয়। তবে তীব্র গরম এবং দহন জ্বালায় জ্বলবে দক্ষিণবঙ্গ। আজ হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সরাসরি হট-ডে সতর্কতা। তাপমাত্রা বাড়বে। তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গ আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার ও শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলাতে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। কলকাতয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
শুক্রবার থেকে বেলা বাড়লে রাস্তায় বেরোনো কঠিন হয়ে দাঁড়াবে। পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২/৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমান মানেই এখন চড়ছে পারদ। রাতের তাপমাত্রা ২৫.৮ থেকে বেড়ে ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ থেকে বেড়ে ৩৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৯১ শতাংশ। অর্থাৎ শুষ্ক গরম কষ্ট দেবে কলকাতাবাসীকে।