এবছরও ‘উন্মুক্তভাবে’ নয়। গত বছরের মতোই বিশ্বভারতীর শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের মধ্যে পালন করবেন বসন্ত উত্সব। দীর্ঘ বৈঠকের পর জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজ্য তো বটেই, একসময়ে সারাদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকত বিশ্বভারতীর বসন্ত উত্সব। বিশ্বভারতীতে শেষবার ‘উন্মুক্তভাবে’ বসন্ত উত্সব হয়েছিল ২০২৯ সালে। এরপর ২০২০ সালে করোনার পর থেকে ‘উন্মুক্তভাবে’ এই উত্সব হয়নি। ২০২৩ বসন্তে কোনও উত্সবই হয়নি। পালিত হয়েছিল ‘বসন্ত বন্দনা’। গতবছর ২০২৪ সালে অবশ্য় বসন্ত উত্সব হয়েছিল বিশ্বভারতীতে, তবে শুধুমাত্র ছাত্র, শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতেও। এবার তাই-ই হবে।
এদিকে বসন্ত উত্সব ‘উন্মুক্তভাবে’ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, যদি এভাবে যদি প্রতিবছর যদি ছাত্র শিক্ষকদের নিয়েই পালিত হয়, তাহলে আগামীদিনে আন্তর্জাতিক মানের এই উত্সব হারিয়ে যেতে পারে। বিশ্বভারতীর তত্কালীন উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী অবসর নেওয়া পর পৌষমেলা ফিরেছে মেলার মাঠেই। অনেকে আশা করেছিলেন, বসন্ত উত্সবও ফিরবে।