বাঁকুড়ার জঙ্গল মহলের অধিবাসী বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএস কর্মী সুস্মিতা সরেন আসন্ন গণতন্ত্র দিবসের প্যারেডে যোগদানের জন্য বিবেচিত হয়েছেন। বাঁকুড়া সম্মিলনী কলেজের সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা কলেজের এনএসএস’এর সাথে যুক্ত। তার এই সাফল্যে খুশি কলেজের জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক ডঃ সুরজিৎ মজুমদার, কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীরা।
গণতন্ত্র দিবসের প্যারেডে যোগদানের সুযোগ লাভ করায় খুশি সুস্মিতা জানায়, দিল্লিতে গণতন্ত্র দিবসের প্যারেডে যোগদানের ছাড়পত্র মেলায় সে খুব খুশি, শুধু তাই নয়, প্যারেডে জেলার জন্য প্রতিনিধিত্ব করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্ৰামের বাসিন্দা সুস্মিতার পিতা সহদেব সরেন সুপুর হাইস্কুলের শিক্ষক, মা মমতা সরেনও শিক্ষিকা। মেয়ের সাফল্যে খুশি শিক্ষক দম্পতি। উল্লেখ্য, প্রতি বছরই গণতন্ত্র দিবসের প্যারেডে এনএসএস স্বয়ংসেবকদের নির্বাচিত করা হয়। এবছর রাজ্যের আটটি কলেজের স্বয়ংসেবকদের মনোনীত করা হয়। এবছর সম্মিলনী কলেজ থেকে সুস্মিতা মনোনীত হয়েছে।
এপ্রসঙ্গে বাঁকুড়া সম্মিলনী কলেজের এনএসএস আধিকারিক ডঃ সুরজিৎ মজুমদার বলেন, এবারে গণতন্ত্র দিবসের প্যারেডের থিম নারী শক্তি লক্ষীবাঈ। সেকারনেই এই প্যারেডে যোগদান বিশেষ মহত্বপূর্ন।সুস্মিতার সাফল্যে খুশি কলেজের অধ্যক্ষ ডঃ সমীর কুমার আচার্য, কলেজের এনএসএসের আধিকারিক ডঃ অরূপ কর্মকার, সঙ্গীতা চট্টোপাধ্যায় বলেন, সুস্মিতা কলেজের গৌরব বৃদ্ধি করেছে।