ব্যাঙ্কিং নিয়মে বড় পরিবর্তন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকারের নমিনি নিয়মে বড় পরিবর্তন।
2/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…

১ নভেম্বর থেকে কার্যকর হবে ব্যাংক অ্যাকাউন্ট ও লকার সংক্রান্ত নয়া নিয়ম। যা জানা অত্যন্ত জরুরি।
3/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…

নয়া নিয়মে বলা হয়েছে, ১ নভেম্বর থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ও লকারের জন্য আপনি সর্বাধিক ৪ জনকে নমিনি করতে পারবেন।
4/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…

মানে আপনি অ্যাকাউন্ট ও লকারের জন্য সর্বাধিক ৪ জনকে মনোনীত প্রার্থী রাখতে পারবেন, যেখানে বর্তমান নিয়মে সেইসংখ্যা মাত্র একজন। একজনকেই নমিনি করা যায়।
5/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…

এখন নতুন নিয়মে গ্রাহকরা একসঙ্গে বা ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪ জনকে নমিনি করতে পারবেন। তবে ব্যাংক লকারের ক্ষেত্রে কেবল ধারাবাহিক নমিনি-ই অনুমোদিত।
6/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…

ধারাবাহিক নমিনি কী? ধারাবাহিক নমিনির অর্থ হল- পূর্ববর্তী ব্যক্তির মৃত্যুর পরই কেবল পরবর্তী মনোনীত ব্যক্তির উত্তরাধিকার কার্যকর হবে।
7/7
ব্যাঙ্কের নমিনি নিয়মে বড় পরিবর্তন…


