অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। সোমবার সুপার সিক্স পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো আজিজুল হাকিমদের। বড়দের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার পর, ছোটদের বিশ্বকাপে এই ব্যর্থতা দেশের ক্রিকেটের জন্য আরও এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ব্যাটিং বিপর্যয়ে কুপোকাত বাংলাদেশ
পচেফস্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৩৮.১ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় টাইটানদের ইনিংস। ওপেনার রিফাত বেগ কিছুটা চেষ্টা করলেও টপ অর্ডারের অন্য কেউ থিতু হতে পারেননি। অধিনায়ক আজিজুল হাকিম ৪৬ বলে মাত্র ২০ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ আবদুল্লাহ (২৫)।
ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সেবাস্টিয়ান মরগ্যান। তিনি ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন ২টি করে উইকেট নেন।
অধিনায়ক রিউ-এর হাফসেঞ্চুরিতে অনায়াস জয়
১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ২৪.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার জোসেফ মুরস (১) ও বেন ডকিন্স (২৭) দ্রুত আউট হলেও দলের হাল ধরেন অধিনায়ক থমাস রিউ। তিনি ৫০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ৩ নম্বরে নামা বেন মায়েস করেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে আলি ফাহাদ ৩৭ রানে ২ উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
কেন বিদায় নিল বাংলাদেশ? (পয়েন্ট টেবিলের অংক)
সুপার সিক্সের গ্রুপ-২ এ ভারত ও ইংল্যান্ড ইতিমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছিল বাধ্যতামূলক।
- আগের ফলাফল: গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় বাংলাদেশের ঝুলিতে ছিল মাত্র ১ পয়েন্ট।
- ভবিষ্যৎ: জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশের একটি ম্যাচ বাকি থাকলেও, সেটি জিতলেও পয়েন্টের বিচারে সেমিফাইনালে ওঠা আর সম্ভব নয়। ২০২০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল।
দিনের অন্য ম্যাচ: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
এদিন সুপার সিক্সের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করে আফগানরা ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে ৪৬.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১৯৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। এই জয়ের ফলে শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার আশা উজ্জ্বল হলো।

