Bangladesh: ‘বিশ্বে বাংলাদেশের বদনাম করে বেড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম’

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বেশিরভাগ জায়গায় প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আইন শৃঙ্খলার সেই অবনতির কথা বিশ্বে অধিকাংশ মিডিয়াই ফলাও করে প্রচার করেছে। কিন্তু বাংলাদেশের ভাবখানা এমন যে-সব ঝুট হ্যায়। সব দোষ ভারতীয় মিডিয়ার। সোমবার তেমনটাই বললেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ের এক কর্মশালায় কথা বলছিলেন তৌহিদ হোসেন। সেখানেই তিনি বলেন, বিশ্বব‍্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ‍্যা তথ‍্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া।

তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়ার ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।  এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না।  অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব‍্যবসায়ীরা তেমন কিছুই করেনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালের মধ‍্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।

দেশের তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, দুই মাসের মধ‍্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ‍্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব‍্যবস্থাও করা হবে। ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। এসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে।

অনুষ্ঠানে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং তুলা খাত সংশ্লিষ্ট ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.