বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে এবার যা ঘটল তা যেমন লজ্জার এবং তাকে ঘিরে যা যা দাবি করা হলো তাও যথেষ্ট আশ্চর্যের।
গত বুধবার বিকেলে বাংলাদেশের গাজীপুরের কাশিমপুরে একটি দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটে। ওই পুজোর সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান, দুপুরে সবাই খাবারের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
অথচ ঘটনার পর পরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা আবু নাসের আল-আমিন সংবাদমাধ্যমকে বলেন যে, বৃষ্টি ও বাতাসের কারণে নাকি দুর্গা মূর্তি ভেঙ্গেছে।
যদিও ওই কর্মকর্তার বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ফলে পরে তিনি তার মন্তব্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, তিনি নাকি প্রাথমিকভাবে তাই ভেবেছিলেন, কারণ মন্ডপে লোকেরা তাদের প্রতিমা দেখতে দেয়নি এবং ভিডিওতে বড় ধরনের ভাঙ্গচুরের চিহ্ন ছিল না। তবে পরবর্তীতে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার তদন্ত চলছে।
দুর্গাপুজোর প্রস্তুতি চলাকালীন বাংলাদেশের অন্তত ছটি জেলায় প্রতিমা ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। যার মধ্যে রয়েছে পঞ্চগড়, গাইবান্ধা, ফরিদপুর মাদারীপুর, কুষ্টিয়া ও নেত্রকোনা। এসব ঘটনা ঘটলেও ওদেশের সরকার এবং পুলিশ বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।