ঈদে যেন অঘোষিত বনধ চলছে ঢাকায়! বেশিরভাগ দোকান পাট বন্ধ। সুনশান এলাকা। গত কয়েকদিনে ঈদের ছুটি কাটাতে ঢাকা ছেড়েছেন পঞ্চাশ লক্ষ মানুষ। জনজীবন স্বাভাবিক হতে আর দিন তিনেক সময় লাগতে পারে।
ঢাকা শহরের সর্বত্রই এখন দোকানপাট এখন বন্ধ। একই ছবি গুলিস্তান, ফার্মগেটের মতো শহরের ব্যস্ততম এলাকায়ও। সামান্য় যে দু’একটি দোকান খোলা আছে, সেখানে ক্রেতা প্রায় নেই বললেই চলে। মালিবাগ এলাকার এক মুদি দোকানের মালিক মোখলেছুর রহমান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বললেন, ‘সকালে দোকান খুলেছি। আশপাশে কোনো দোকানই খোলা নেই। মাত্র দুইজন কাস্টমার পেয়েছি। সবাই ঈদে নিজের নিজের এলাকায় গিয়েছে। যাঁরা ঢাকাতে রয়েছেন, তাঁরাও ছুটি কাটাচ্ছেন’।
ঢাকা শহরেই ন সিএনজি অটো চালান হাবিবুর মিয়া। জি ২৪ ঘন্টাকে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। তেমন কোনও যাত্রী নেই। সকাল থেকে তিনটি ট্রিপ পেয়েছি। ঘুরেছি ঢাকার বনানী, মহাখালী, ফার্মগেট। আবার ধানমন্ডি থেকে মহম্মদপুরের বিভিন্ন এলাকা হয়ে শেখেরটেক। সব শেষ হাজারীবাগ থেকে গুলিস্তান। এসব এলাকার বেশিরভাগ দোকান বন্ধ দেখেছি। ছুটি শেষ হয়ে ঢাকা আবার জমজমাট হতে আরও ৩ দিন সময় লাগবে’।
রাজধানী ঢাকার গুলশান ১ নম্বর সিগন্যালে কথা হয় সাভার থেকে ছেড়ে আসা বৈশাখী বাসের সহযোগী মামুনের সঙ্গে। তিনি জি ২৪ ঘন্টাকে বলেন, ‘সাভার থেকে গাবতলী, শ্যামলী, আগারগাঁও, মহাখালী হয়ে গুলশান পর্যন্ত আসার সময়ে রাস্তার দুই পাশের দোকানপাটের প্রায় সবগুলোই বন্ধ দেখেছি। এদিকে আমাদের বাসসহ অন্যান্য বাসেও কোনো যাত্রী নেই। ঢাকা শহর বলতে গেলে পুরোটাই ফাঁকা। সকাল থেকে বাস চালিয়ে তেমন যাত্রী পাওয়া যায়নি, এখনও তেলের টাকা ওঠেনি’।