বাকি ছিল একটি জায়গা। বৃহস্পতিবার সেই জায়গা দখল করে নিল সংযুক্ত আরব আমিরশাহি। শেষ দল হিসাবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল তারা। অর্থাৎ, বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়ে গেল। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার আয়োজক দেশ ভারত। কিন্তু পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক গ্রুপের যোগ্যতা অর্জন পর্ব চলছিল ওমানে। এই গ্রুপ থেকে তিনটি দলের বিশ্বকাপে খেলার কথা ছিল। বুধবারই যোগ্যতা অর্জন করে নিয়েছিল ওমান ও নেপাল। বৃহস্পতিবার জাপানকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে গেল আমিরশাহি। অনেক চেষ্টা করেও যোগ্যতা অর্জন করতে পারল না জাপান। তারা জিতলে সুযোগ থাকত কাতার ও সামোয়ার। কিন্তু জাপান হারায় তাদেরও বিদায় হয়ে গেল।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট ২০টি দল। আয়োজক দেশ হিসাবে ভারত ও শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। এই দুই দল বাদে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম সাত দল হিসাবে জায়গা পাকা করেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকা। আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকা থেকে জায়গা করেছিল পাকিস্তান, নিউ জ়িল্যান্ড ও আয়ারল্যান্ড। অর্থাৎ, কোনও ম্যাচ না খেলেই ১২টি দেশ জায়গা করে নিয়েছিল বিশ্বকাপে।
বাকি আটটি জায়গার জন্য যোগ্যতা অর্জন পর্ব ছিল। চারটি অঞ্চলের ভিত্তিতে এই খেলাগুলি হচ্ছিল। আমেরিকার গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করে কানাডা। ইউরোপের গ্রুপ থেকে ইটালি ও নেদারল্যান্ডস জায়গা করে নেয় মূলপর্বে। আফ্রিকার গ্রুপ থেকে বিশ্বকাপে খেলবে নামিবিয়া ও জ়িম্বাবোয়ে। এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু ৬ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৭ মার্চ। প্রতিযোগিতার সূচি এখনও ঘোষণা করা হয়নি।