জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ে ভাল ফল নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিলেটের ২২ গজে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বেহাল দশা বাংলাদেশের ব্যাটারদের। ১৯১ রানেই শেষ হয়ে গেল আয়োজকদের প্রথম ইনিংস। প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে জ়িম্বাবোয়ে কোনও উইকেট না হারিয়ে করেছে ৬৭ রান। অর্থাৎ সিরিজ়ের প্রথম দিনেই চাপে শান্তের দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। কিন্তু তাঁকে হতাশ করলেন দলের দুই ওপেনার। মাহমুদুল হাসান জয় (১৪) এবং শদমান ইসলাম (১২) হতাশ করলেন। ৩২ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন তিন নম্বরে নামা মোমিনুল হক এবং চার নম্বরে নামা শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৬৬ রান। মাহমুদুল করলেন ৫৬। মারলেন ৮টি চার এবং ১টি ছক্কা। তিনি অবশ্য একাধিক বার জীবন পেয়েছেন। অধিনায়ক শান্তের ব্যাট থেকে এল ৪০ রানের ইনিংস।
তাঁদের জুটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বাংলাদেশ। কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেন শুধু জাকের আলি (২৮) এবং হাসান মাহমুদ (১৯)। বাংলাদেশের বাকি কোনও ব্যাটারই দু’অঙ্কের রানও করতে পারলেন না ঘরের মাঠে। জ়িম্বাবোয়ের সফলতম বোলার ওয়েলিংটন মাসাকাদজ়া ২১ রানে ৩ উইকেট নিলেন। ৫০ রানে ৩ উইকেট ব্লেসিং মুজ়ারাবানির। ৩ ওভার ব করে ২ রান খরচ করে ২ উইকেট তুলেন নিলেন ওয়েসলি মাধেভারে। এ ছাড়া ৭৪ রানে ২ উইকেট ভিক্টর ইয়াচির।
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন সফরকারীদের দুই ওপেনার। ব্রায়ান বেনেট ৪০ এবং বেন কারেন ১৭ রান করেছেন। ১০ রান অতিরিক্ত দিয়েছে বাংলাদেশ।