Balurghat Teacher’s death: কুলতলির পর এবার বালুরঘাট! আত্মঘাতী শিক্ষকের তালিকায় জুড়ল আরেকটি নাম,উদ্ধার দেহ…

মঙ্গলবার কুলতলীর পর আজ বালুরঘাট। আবার এক শিক্ষকের মৃত্যু। আর এবারও আত্মহত্যা। বুধবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক স্কুল শিক্ষকের (School Teacher)। মৃতের নাম ফারুক আহমেদ(৩৫)। মৃতের বাড়ি বালুরঘাট (Balurghat) ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রাম এলাকায়। 

বিষয়টি নজরে আসতেই তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা (Doctor) তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিস।

জানা গিয়েছে, ফারুক বেশ কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকের চাকরি পান ফারুক। বর্তমানে সে হিলি থানার ঈশ্বরপুর প্রাথমিক স্কুলে চাকরি করছিলেন। গত কয়েক দিন ছুটি থাকার পর আজ স্কুল খুলেছে। সকালে স্কুল যাওয়ার জন্য রেডি হওয়ার কথা ছিল ফারুকের। এদিকে তাঁর বাবা-মা বাইরে কাজ করছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস দেয় ফারুক। 

উল্লেখ্য, সম্প্রতি ২৬ হাজার শিক্ষকের বাতিল চাকরির মতোই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষকের প্যানেল আদালতের রায়ে ঝুলছে। যে কোনদিন তা বাতিল হয়ে যাবে কি না তা শুধু সময়ের অপেক্ষা। তবে এই শিক্ষক সেই প্যানেলে রয়েছে কি না তা জানা যায়নি। তার আগেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

নববর্ষের দিন কুলতলির তেঁতুলবেড়িয়ার গোচরণ টি এস সনাতন হাইস্কুলের এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম প্রণব প্রতীপ নাইয়া (৪২)। পেশায় বাংলা ভাষার শিক্ষক ছিলেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি তাঁর নিজের ঘর থেকেই উদ্ধার হয়। 

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও, ঘটনার পিছনে আরও কিছু কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিস।ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটে জানা যায় প্রণববাবু ২০১২ সালে শিক্ষক পদে নিযুক্ত হন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার রায় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.