দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময়ও চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা।
2/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455654-c364f76b-df9e-4b49-ac9c-4051e4e150c3.jpeg)
১৫০ আলোকশিল্পী রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশে। যোগী রাজ্যে রামমন্দির উদ্বোধনে ২ কোটি টাকার বরাত পেল চন্দননগর।
3/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455653-ab589ed8-e735-4378-8d16-59c20e438228.jpeg)
২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বহু অতিথি সেই রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন।
4/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455652-1663c3d8-8f45-464f-81b6-385db89fabf2.jpeg)
মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রামমন্দির পর্যন্ত আলোর গেট লাগানো হবে।
5/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455651-95feaf58-b0c7-4e14-ab0e-f4400369c9bf.jpeg)
৩০০টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। আলোর মাধ্যমে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে।
6/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455650-94a53915-6b1e-45a4-b1a2-0ab0cb46c252.jpeg)
বিশেষভাবে থাকছে পদ্মফুলের আলোও। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার কাঠামোর উপর নতুন ধরনের LED স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো।
7/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455649-70f74d3c-f7fd-4ea1-b91e-022bd25c7391.jpeg)
যা সহজে নষ্ট হবে না। প্রায় ২ কোটি টাকার বরাত! ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোকশিল্পীরা।
8/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455648-8dd6f9a1-5734-47e3-926f-26bb303898c8.jpeg)
কিছু আলোকসজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনই অযোধ্যায় পৌঁছে শেষ হবে বাকি কাজ।
9/9
অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!
![অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা! Ayodhya Ram Mandir Chandannagar Lighting](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/13/455647-0d5ea941-af3c-4dc0-a525-831f0e52195d.jpeg)
রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে বলে আশাবাদী আলোকশিল্পীরা।
![](https://ritambangla.com/wp-content/uploads/2024/01/tgfhfh.jpg)