চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চার দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া শেষ চারে উঠে গিয়েছে। গ্রুপ পর্বে শুধু ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ বাকি রয়েছে, যা হবে রবিবার। এই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত শেষ চারে কার বিরুদ্ধে খেলবে।
আইসিসি-র সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার থাকা নিশ্চিত হয়ে গিয়েছে। তাই রবিবার ভারত জিতলে মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে তাদের।
ভারত যদি রবিবার হেরে যায়, সে ক্ষেত্রে তারা ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করবে। তখন ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা দল, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, কোনও দলই গ্রুপের একটিও ম্যাচে হারেনি।
সুনীল গাওস্কর মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাই ভারতের পক্ষে ভাল। কারণ অস্ট্রেলিয়ার দুর্বল পেস বোলিং বিভাগ ভারতের সুবিধা করে দেবে। তিনি এক ওয়েবসাইটে বলেছেন, “দুটোই শক্তিশালী দল। ভারত নিশ্চয়ই দুটো দলকেই সমীহ করে মাঠে নামবে। কারণ নকআউট পর্বে জেতা ছাড়া কোনও রাস্তা নেই। তাই কোন দলের সামনে পড়লে ভাল এটা আগাম বলা মুশকিল।”
এ টুকু বলেই গাওস্করের অভিমত, “অস্ট্রেলিয়াকে মনে মনে চাইবে ভারত। কারণ ওরা কিছু দিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে এসেছে। দক্ষিণ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া দলটাকে চেনেও ভাল। অস্ট্রেলিয়া দলটায় আসল বোলারেরাই নেই। স্টার্ক, কামিন্স, হেজ়লউডকে পাবে না ওরা। তাই তুলনায় একটু সহজ হতে পারে লড়াই।”