বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কি তৃতীয় বার বিশ্বকাপ জিততে পারবেন রোহিত শর্মারা? ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এখন একটাই প্রশ্ন। তবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠার পর অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজলউড কিন্তু বলে দিলেন কোথায় কোথায় দুর্বল ভারত।
বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তার পর টানা আটটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে প্যাট কামিন্সের দল। রোহিতেরাও জিতেছেন টানা ১০টি ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের আশা, আগামী রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স, শক্তি, দুর্বলতা সব কিছুই জানা অস্ট্রেলিয়া শিবিরের। সেমিফাইনালের পর সে কথাই বলেছেন অস্ট্রেলীয় জোরে বোলার।
অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড বলেছেন, ‘‘ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত।’’ তা হলে কি ভারতীয় দলের কোনও দুর্বলতা নেই? অসি জোরে বোলার বলেছেন, ‘‘চেন্নাইয়ে প্রথম ম্যাচে ওদের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম। তবে সত্যি বলতে, ভারতীয় দলের তেমন কোনও দুর্বলতা নেই। আমরা দেখতে পাইনি।’’
বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে আমদাবাদের ২২ গজে খেলার অভিজ্ঞতা ফাইনালে তাঁদের সাহায্য করবে বলে মনে করছেন হ্যাজলউড। তিনি বলেছেন, ‘‘একটা দেশে অনেক মাঠ থাকা দারুণ ব্যাপার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— উইকেট, আবহাওয়ার পার্থক্য থাকে। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বোলারদের মানিয়ে নিতে হয়। ব্যাটারদের মানিয়ে নিতে হয়। তবে আমদাবাদের উইকেট বেশ ভাল। পাটা উইকেট। মনে হয় আমরা একই রকম উইকেট পাব।’’
হ্যাজলউড আত্মবিশ্বাসী। রাউন্ড রবিন লিগ পর্বে রোহিতদের কাছে হারতে হলেও খেতাব জিতেই দেশে ফিরতে চান।