সাত সকালেই গড়বেতার লেদাপোলের ৬০নং জাতীয় সড়কের উপর একের পর এক ট্রাক আটকে রামলালের ‘তোলা আদায়’

 সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নম্বর ব্লকের লেদাপোলের ৬০নং জাতীয় সড়কের উপর ঠিক ‘দাদাগিরি’ দেখাল জঙ্গলমহলবাসীর প্রিয় পূর্ণবয়স্ক রামলাল নামক দাঁতাল হাতি।

সোমবার সাড়ে সাতটা-আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের লেদাপোলের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাক থেকে ধান লুট করেও খেল রামলাল। রামলালের এই তাণ্ডবে জাতীয় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন যানবাহন। আর, সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করলেন সাধারণ মানুষ থেকে বাস কিংবা চার চাকাতে থাকা যাত্রীরা।

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামলাল নামক পূর্ণবয়স্ক রেসিডেন্সিয়াল হাতিটি গড়বেতার লেদাপোল এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় ধান বোঝাই লরি আটকে ধান সহ বিভিন্ন খাবার খেয়েছে। খাবার পর বস্তাগুলি সে ছড়িয়ে দেয় রাস্তার উপর। শুধু তাই নয়, অন্যান্য ট্রাকগুলিতেও তাণ্ডব চালিয়েছে সে। একটি যাত্রীবাহী বাসের দিকেও মেজাজ নিয়ে এগিয়ে গিয়েছিল। তবে, খাবার নেই বুঝতে পেরে পিছটান দেয়। এরপর, কাছাকাছি থাকা একটি পেট্রোল পাম্পের দিকেও গিয়েছিল রামলাল। তবে, কোনো মানুষজনকে আক্রমণ করেনি সে। ওই এলাকায় দাদাগিরি দেখিয়ে শেষ পর্যন্ত জঙ্গলে প্রবেশ করে রামলাল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রামলাল গড়বেতা, হুমগড়, বাঁকুড়া প্রভৃতি এলাকাগুলিতে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.