এশিয়া কাপের ভবিষ্যৎ অনিশ্চিত। আদৌ এই প্রতিযোগিতা হবে কি না তা বোঝাই যাচ্ছে না। এশিয়া কাপ না হলে বড় রকমের আর্থিক ক্ষতি হতে পারে পাকিস্তানের। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ কোটি টাকা।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ থেকে ৩৫.০৬ কোটি টাকা লাভের আশা রয়েছে পাকিস্তানের। প্রতিযোগিতা না হলে সেই টাকা পাকিস্তানের ঘরে আসবে না। গত আর্থিক বছরে আইসিসি এবং এশীয় ক্রিকেট সংস্থা (এসিসি) থেকে ৬৬৪ কোটি টাকা পাওয়ার কথা পাকিস্তানের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আয় হতে পারে ৬.৬৪ কোটি টাকা। সব মিলিয়ে ২৪৯ কোটি টাকা লাভের কথা রয়েছে তাদের।
বোর্ডের এক সূত্র বলেছেন, “আইসিসি এবং এশিয়া কাপ থেকে পাওয়া অর্থ পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” তিনি জানান, এশিয়া কাপের সূচি এবং মাঠ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণে এখনও গোটা প্রতিযোগিতাই অনিশ্চিত।
পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি গত সপ্তাহে আইসিসি-র বৈঠকে যাননি। গিয়েছিলেন পিসিবি-র সিইও সুমাইর আহমেদ। তবে ঢাকায় আগামী ২৪ জুলাই এসিসি-র বৈঠকে ভারত, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দেশ অংশ নেবে কি না তা নিশ্চিত করতে পারেননি।
আর এক সূত্রের দাবি, “ঢাকায় বৈঠক হওয়া নিয়ে প্রায় সব দেশই ক্ষিপ্ত। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান এবং বাকি সদস্য দেশগুলি কিছুতেই বাংলাদেশে যেতে চাইছে না।”
এ বারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পহেলগাঁও কাণ্ডের জন্য এই প্রতিযোগিতা আমিরশাহিতে হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তান ভারতে আসতে রাজি নয়।